কুম্ভরাশি (Aquarius)
যে মানুষ গুলো ইংরেজি জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা বাংলা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮ তারিখে মধ্যে জন্ম গ্রহন করেন তাদের কুম্ভ রাশির (Aquarius) জাতক অথবা জাতিকা। এরা নিঃস্বার্থ ও পবিত্র হয়ে থাকে। এদের আত্মবিশ্বাস প্রবল হয়। এরা নিষ্ঠাবান, মানবপ্রেমী, সংবেদনশীল, আত্মাভিমানী ও আবদারপ্রিয়। জনপ্রিয় হলেও ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম হয়ে থাকে। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারেই বিশেষভাবে পারদর্শী। অত্যন্ত আরামপ্রিয় ও কিছুটা অবাস্তববাদিতার জন্য সাফল্যে বাধা আসে। ভাবপ্রবণতাকে প্রশ্রয় দিলে এদের জীবন নিরাশপূর্ণ হয়ে উঠতে পারে।
শুভ রং সবুজ
শুভ সংখ্যা ৮
অধিপতি গ্রহঃ শনি
শুভ রত্ন পাথরঃ Blue Sapphire (রত্ন পাথর ইন্দ্র নীলা) ও Garnet (গোমেদ পাথর)
রাশিচক্রে এই চিহ্ন শনি ও ইউরেনাস গ্রহের সাথে সম্পর্কিত, তাই এই চিহ্নের অধীনে জন্মগ্রহণকারী মানুষ প্রেরণাদায়ক, নমনীয় এবং অন্তর্দৃষ্টিসম্পন্ন।কিন্তু তাঁদের চরিত্র কিছুটা পরস্পরবিরোধী হয়। তাঁরা গুরুগম্ভীর এবং একই সাথে মিশুক। তাঁরা ভাল মেজাজে থাকলে, তাঁরা নিজেদের নিয়ে মজা করলে কোনো সমস্যা নেই। পাশাপাশি তাঁরা খুব বিচক্ষণ, চিন্তাশীল, তাঁরা যে কোন পরিস্থিতি সঠিকভাবে অনুমান করতে পারে, ফলে তাঁদেরকে ধোকা দেওয়া কঠিন। তাঁরা মুক্তি ও স্বাধীনতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে যা অনেক সময় তাঁদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত করতে পারে।
তাঁরা নিজেরাই তাঁদের পথ ও নিজেদের নিয়ম নিজেরাই তৈরি করতে পছন্দ করেন যা প্রচলিত নিয়মানুযায়ী আলাদা। যারা এই রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে উদার, একরোখা, এবং মাঝেমধ্যে তাঁরা অন্যের হাতে মারা যায়। তাঁদের সুবুদ্ধি ও উদারতার জন্য তাঁরা সবসময় অন্যকে সাহায্য করার জন্য প্রস্তুতু ত্থাকে, কিন্তু বিচক্ষন ও গোপনভাবে। তাঁরা অন্যদের জীবনধারার ব্যাপারে সহনশীল। তাঁদের অসাধারন বুদ্ধিবৃত্তিক ক্ষমতা রয়েছে।
তাঁদের খুতের মধ্যে একটি হছে তাঁরা তাঁদের চিন্তাভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারে না কেননা তাঁরা প্রায়ই তাঁদের মত পরিবর্তন করে। তাই তাঁদের আচরণ কখনও কখনও অনিশ্চিত, কিন্তু কিছু পরিবর্তন পূর্ব পরিকল্পিত কারন কুম্ভরাশির লোকেরা খুব চটপটে নয়। তাঁরা হতাশায় ভুগে থাকেন এবং তাঁরা সবকিছুতে ইতস্ততঃ বোধ করেন এবং তাঁদের বাজে সিদ্ধান্তের কারনে তাঁরা ভালো সুযোগ হারাতে পারেন।
তাঁদের নমনীয়তার জন্য, তাঁরা খুব সহজে নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। এই সম্পর্কগুলো পরবর্তীতে তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাঁদের নিজের ব্যক্তিত্বের চেয়ে বড় না। বিয়ের ক্ষেত্রে, তাঁরা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সঙ্গী.
কুম্ভরাশি কঠিন কাজ পছন্দ করেন না, কিন্তু তাঁদের অধ্যবসায় ও পরিচিত বন্ধুদের সাহায্যের কারনে তাঁরা সফল।