Skip to content

ফাটা ভাঙ্গা পাথর ব্যবহার করলে কি ক্ষতি হয়?

আপনি একটি রাশিরত্ন পাথর ক্রয় করতে চাইছেন। জ্যোতিষের পরামর্শ অনুযায়ী আপনি কোথায় থেকে একটি রত্নপাথর ক্রয় করে ফেলেছেন। সেটা দিয়ে আংটি তৈরি করে ব্যবহার করার কোন এক সময়ে জ্যোতিষীর কাছে গেলেন রত্ন পাথরটি দেখাতে। তিনি তো আপনাকে হতাশ করে দিলেন। আপনার কেনা রত্ন পাথরটি ভেতরে একটু ফাটা। তিনি আপনাকে হয়তো বলে দিলেন যে এ পাথর তো কোন উপকার করবে না উল্টো ক্ষতি করতে পারে। তিনি আপনাকে ফাটা ভাঙ্গা পাথর ব্যবহার করতে নিষেধ করে দিলেন।

রাশি রত্ন পাথর নিয়ে আমাদের সমাজে নানান ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। তেমনি একটি ফাটা ভাঙ্গা পাথর ব্যবহার করলে ক্ষতি হবে। এমন একটি কুসংস্কার সঠিক না ভুল সেটা জানার আগে আমরা যেনে নেই রাশিরত্ন পাথর প্রকৃত পক্ষে কি। এই রাশি রত্ন পাথর বা Gemstone মাটির নিচে জমাট বাধা ভিন্ন ভিন্ন ক্যামিকেলের ছোট ছোট টুকরা ছাড়া আর কিছু না। পৃথিবী সৃষ্টির সময় থেকে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে আগ্নেয়গিরি সহ নানান কিছুর কারনে মাটির নিচের তাপমাত্রা অনেক অনেক বেশী ছিল। সেই তাপের ফলে মাটির নিচে বিভিন্ন ক্যামিকেল বাস্প হয়ে মাটির উপরে বেড় হয়ে আসার পথে যখন কোথাও আটকে যায় তখন তাপের ফলে সৃষ্ট চাপে সেই ক্যামিকেল গুলোই মাটির নিচেই জমাট বেধে যায় আর নানান রকম পাথরের ক্রিস্টাল তৈরি হয়। আর এ জমাট বাধা পাথরের ছোট ছোট ক্রিস্টালকে মাটির নিচ থেকে উত্তোলন করে মেশিনের সাহায্যে কাটিং করে সুন্দর সুন্দর পাথরের রূপ দেওয়া হয়। ক্যামিকেলের ভিন্নতার কারনে এক একটি রাশি রত্ন পাথর এক এক রকম দেখতে হয়ে থাকে। যা পরে বিভিন্ন প্রক্রিয়াতে কাটিং করে পলিশ করে একটু সুন্দর রুপে আনা হয়। মাঝে মাঝে একটি পাথর কেটে অনেক গুলো পাথর বানানো হয়। যদি খনি থেকে পাওয়া একটি পাথরকে কেটে পলিশ করার পরেও পাথর তার ক্ষমতা নষ্ট না হয় তাহলে ফাটা অথবা ভাঙ্গা পাথরের ক্ষমতা নষ্ট সেটা কেন বলি?

প্রাকৃতিক আসল পাথর বেশীর ভাগ সময় ভেতরে হালকা হালকা ফাটা ফাটা, লম্বা লম্বা আঁশ, ঘোলা হতেই পারে। এটাই আসল পাথরের বৈশিষ্ট্য। বরং নকল পাথর দেখতে আসল পাথরের থেকে অনেক বেশী সুন্দর হয়। আর এই ফাটা ভাঙ্গা পাথরের ভয় দেখিয়ে এক শ্রেণীর মানুষ আছেন যারা দেখতে সুন্দর নকল পাথর আসল পাথরের মূল্যে বিক্রি করে থাকেন। আর আপনি আমি দেখতে সুন্দর বলে কম মূল্যে ভালো পাথর কেনার লোভে নকল পাথর কিনে থাকি। প্রকৃত পক্ষে খুব খুব ভালো কোয়ালিটির রত্ন পাথর ছাড়া সব পাথরের মাঝেই ঘোলা ভাব, দাগ অথবা ফাটা ভাব থাকা স্বাভাবিক। যখন বাষ্পীয় অথবা তরল কোন ক্যামিকেল মাটির নিচে চাপে এবং তাপে জমাট বাধে তখন তার সাথে অন্য কেমিক্যাল বা মাটি সহ অন্যান্য জিনিসের মিশেল ঘটে। ফলে পাথরের এমন নানা রূপ আমরা দেখতে পাই। প্রাকৃতিক ভাবেই কিছু Rashi Ratno রাশিরত্ন পাথর রয়েছে যার খুব ভালো কোয়ালিটি ছাড়া সব পাথরের মাঝে ফাটা থাকে, যেমন ক্যাটস আই পাথর, পান্না পাথর, কম দামী নীলা ও পোখরাজ পাথর। ফাটা ছাড়া একটি ভালো ক্যাটস আই, পান্না, নীলা অথবা পোখরাজ পাথরের মূল্য লাখ টাকার বেশী। এমন অর্থ কজনে খরচ করার সামর্থ্য রাখেন। তখন ক্ষতির কথা বলে পরিষ্কার স্বচ্ছ দেখতে সুন্দর নকল পাথর কম দামে বিক্রি লোভে ফেলে আপনাকে আমাকে ঠকানো হয়।

ফাটা ভাঙ্গা ছাড়া রত্ন পাথর ব্যবহার করলেই যে উপকার পাওয়া যাবে তার কি কোন গ্যারান্টি রয়েছে? না নেই। আমাদের পাথর কেনার সময় সবার আগে খেয়াল রাখা উচিৎ যে পাথরটি যেন আসল হয়। আসল পাথর কাজ করে কেমিক্যাল প্রভাবের মাধ্যমে আর আল্লাহ্‌র ইচ্ছায়। কারন রত্নপাথর একটি উছিলা মাত্র। এর নিজের কোন ক্ষমতা নেই। শুধু মাত্র আল্লাহ্‌র রহমতেই রত্নপাথর মানুষের উপকার করতে পারে। তাই ফাটা ভাঙ্গা পাথরের হলেও যেন সেটা আসল পাথর হয় সে দিকে খেয়াল রাখা উচিৎ। এখানে ফাটা ভাঙ্গা পাথর ব্যবহারে কোন সমস্যা নেই।

রাশি রত্ন পাথর সম্পর্কিত যে কোন প্রকার তথ্য জানতে ভিজিট করুনঃ Details of Astrology (জ্যোতিষ শাস্ত্র বিবিধ)