Sapphire (নীলা) ,আমরা কি কেও জানি যে রাশি রত্ন পাথর নিলা,রুবি, পোখরাজ, রক্ত নীলা, গঙ্গাজলি নীলা, পিতাম্বরি নীলা, শ্বেত নীলা সহ সকল প্রকারের নীলা প্রাকৃতিক ভাবে খনিতে একই কেমিক্যাল দিয়ে সৃষ্টি হয়েছে? যার নাম “কোরান্ডাম”। তাই শুধু মাত্র রঙের ভিন্নতার কারনের এদের নাম এবং ব্যবহার ভিন্ন ভিন্ন হয়ে থাকে।