বৃষ রাশি (Taurus)
আপনার জন্ম তারিখ যদি ইংরেজি এপ্রিল ২১ থেকে মে ২০ তারিখ অথবা বাংলা সনের বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬ এর মধ্যে হয় তাহলে আপনার বৃষ রাশি। বৃষ রাশির মধ্যে রয়েছে এক অনমনীয় দৃঢ়তা অথচ তাদের মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা ও আনন্দ উপভোগের অভিলাষও কম নয়। এরা সাধারণত ধীরস্থির, ভদ্র ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। এরা সুশৃঙ্খল এবং আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়। এরা যে কাজে নিযুক্ত হয় সে কাজে সাফল্য লাভের তীব্র ইচ্ছা পোষণ করে। নতুন বছর বছরের আগাগোড়াই স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। অবিবাহিতদের হঠাত্ বিয়ের যোগ, নতুন কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। বিপরীত লিঙ্গের কেউ সুন্দর বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচেষ্টা এ বছর সাফল্যের মুখ দেখবে।
শুভ রং নীলা
শুভ সংখাঃ ৪
অধিপতি গ্রহঃ শুক্র
শুভ রাশি রত্ন পাথরঃ Diamon (হীরা), Turquoise (ফিরোজা) Emerald (পান্না)
চারিত্রিক বৈশিষ্ট্য : আপনার জীবনে যে তিনটি শব্দের প্রতি আপনার দুর্বলতা রয়েছে তা হল সত্য, সুন্দর ও প্রেম। রাশিগত ভাবেই আপনি বৈষয়িক, বুদ্ধিমান ও দায়িত্বসচেতন। যে কোন জায়গায় আড্ডা দেওয়া অথবা আপ্যায়নপ্রিয়তা আপনার আরেকটি বৈশিষ্ট, ফলে আপনার ঘরে তাই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের ভিড় দেখা যায়। অন্যর দুঃখ আপনাকে কাঁদায় তাই অন্য কারো সমস্যায় আপনি আপ্রাণ চেষ্টা করেন সাহায্য করার। আপনি আত্মমর্যাদাসম্পন্ন ও সচেতন। এখানে আঘাত আসলে আপনি ক্ষেপে যান এবং কখনও কখনও নির্দয়ও হয়ে যান। যেহেতু আপনি সুন্দরের পূজারী তাই ফুল, বাগান, সংগীত ও প্রকৃতির প্রতি আপনার সহজাত টান থাকে। মনের দিক থেকে আপনি অত্যন্ত সৎ প্রকৃতির, বিশ্বস্ত ও রক্ষণশীল। অতিরিক্ত সতর্কতার ফলে নিরাপত্তাবোধ আপনাকে সব সময় আপনাকে বিচলিত করতে পারে। তাই জমি ক্রয় ও বাড়ি করার ব্যাপারটি আপনার কাছে সর্বাধিক গুরুত্ব পায়। আপনি কাউকে পছন্দ করলে, ভালোবাসলে তার প্রতি নিবেদিত হন, কাউকে অপছন্দ করলে সহজেই মুখ ফিরিয়ে নেন। আপনি সহজে রাগেন না। একবার রাগলে তা সহজে ভুলতে বা ক্ষমা করতে পারেন না।
কর্ম : পূর্বেই উল্লেখ করেছি আপনি নিরাপত্তা নিয়ে বেশী চিন্তা করেন আর এর সাথে যোগ হয় আপনার ধৈর্য। ফলে আপনি ধৈর্য ধরে দীর্ঘ সময় নিয়ে নিশ্চিত আয়ের পথই বেশী পছন্দ করে থাকেন। তাই এমন পেশাই গ্রহণ করা উচিত যেখানে নিরাপদ আয়ের উত্স আছে, দীর্ঘ ও রুটিনমাফিক কাজের সুযোগ আছে। অ্যাকাউনট্যান্ট, স্থপতি, অর্থনীতিবিদ, খামার ব্যবসায়ী, ব্যাংকার, প্রশাসক হিসেবে আপনি সাফল্য অর্জন করবেন। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত পেশা ও কসমেটিক, বিলাসসামগ্রী প্রস্তুতকারক হিসেবেও ভালো করবেন। কর্মচারী হিসেবে আপনি মালিক ও পদস্থদের প্রতি বিশ্বস্ত ও অনুগত, সেখানেও আপনার অগ্রগতি ও সাফল্যের সুযোগ আছে।
আর্থিক জীবন : নিরাপত্তার সাথে সাথে অর্থের প্রতিও আপনার সহজাত দুর্বলতা রয়েছে। নিরাপত্তাবোধ থেকেই এর উত্পত্তি। অর্থ উপার্জনে আপনি ধৈর্য, সহ্যশক্তি ও বৈষয়িক উপার্জনে সার্থকভাবে কাজে লাগাতে জানেন। অর্থই যে জীবনে প্রতিষ্ঠা, সুখ ও নিরাপত্তা এনে দিতে পারে এমন বিশ্বাস আপনি দৃঢ় ভাবে বিশ্বাস করেন। ফলে আপনি টাকা পয়সার ব্যাপারে সচেতন, তবু কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে সহজে না করতে পারেন না। জীবনের নিরাপত্তার চিন্তায় আপনি সঞ্চয়ে উত্সাহী, তবু আপনাকে কৃপণ বলা যাবে না। বিলাস, আরাম-আয়েশ ও ঘর সাজাবার জন্য আপনি বেহিসাবী। সন্তানদের ব্যাপারে অর্থ খরচে আপনি উদার। আপনার লটারি ও জুয়ার ভাগ্য ভালো।
প্রেম ও বিয়ে : আপনার রাশিতে যেহেতু শুক্রের প্রভাব রয়েছে তাই আপনি সাধারণত দেখতে সুন্দর, সুঠাম দেহ ও মিষ্টি কণ্ঠের অধিকারী হয়ে থাকেন। জীবনে আপনার একের অধিক প্রেম বা দুর্বলতা আসতে পারে। তবে প্রেমে কিন্তু আপনি বিশ্বস্ত। কাউকে যথার্থ মনে হলে তাকে পাওয়ার জন্য আপনি যেকোনো ত্যাগ স্বীকার করতে পারেন। আপনি মানুষের মনে সৌন্দর্য এবং দৈহিক সৌন্দর্যকে সমান ভাবে গুরুত্ব দিয়ে থাকেন। আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগপ্রবণ। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা আপনি সহ্য করতে পারেন না। ঈর্ষা ও অধিকারবোধ আপনাকে তখন অস্থির করে তোলে। বিয়ে মানে আপনার কাছে জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই নিরাপত্তা ও ভালোবাসা দিতে পারবে এমন জীবনসঙ্গী আপনার পছন্দ করে থাকেন। আপনি স্নেহপ্রবণ, উষ্ণ ও প্রেমময়। আপনার যৌন জীবনে আপনার অনুভূতি অত্যন্ত তীব্র। ফলে মাঝে মাঝে প্রিয়জনের সান্নিধ্যে থাকতে আপনি বেশি পছন্দ করে থাকতে পারেন। আপনার একটি অন্যতম দিক হল আপনি অন্য রাশির তুলনায় সবচেয়ে নিবেদিত ও বিশ্বস্ত।
ঘর-সংসার ও সন্তান : যদিও সব রাশির মানুষের কাছেই ঘর সংসার গুরুত্বপূর্ণ, তারপরেও আপনার রাশির জাতক জাতিকাদের কাছে ঘর-সংসার ও সন্তান আপনার কাছে বড় বেশি গুরুত্বপূর্ণ। ঘরের সুখ ও শান্তি আপনার প্রধান লক্ষ্য তাই আপনি এ বিষয়ে চেষ্টায় কোন কমতি রাখেন না। আপনি চান ছিমছাম, রুচিশীল সুন্দর গৃহ। যেহেতু শুক্র ঘরের প্রভাব বেশী তাই সহজাত ভাবেই আপনার মধ্যে রং, রুচি ও শৈল্পিক গুণ থাকা স্বাভাবিক। আপনি মিশুক ও সামাজিক হওয়ায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের আপনার ঘরে যাতায়াত দেখা যায়। আর বিভিন্ন উপলক্ষে আপনি তাদের দাওয়াত করতে পছন্দ করেন। আপনি সন্তানবত্সল। কর্তৃত্বপরায়ণ, কখনও কখনও নির্দয়ও হয়ে ওঠেন। আবার অতিরিক্ত আদরও দিয়ে ফেলেন। একটা দ্বৈতসত্তা এ ব্যাপারে লক্ষ করা যায়।
স্বাস্থ্য : আপনি সাধারণ সুঠাম স্বাস্থ্যের অধিকারী। আপনার শরীরে প্রচুর প্রাণশক্তি ও ঔজ্জ্বল্য রয়েছে। আপনি সহজে অসুখ-বিসুখে ভোগেন না। আবার একবার অসুস্থ হলে আরোগ্য লাভে সময় লাগে। আগেই উল্লেখ করেছি যে আপনি যৌন জীবনে বেশ স্বাস্থ্যের অধিকারী তাই এ বিষয়ে সুখ আপনার মধ্যে বেশী দেখা যেতে পারে। বৃষনারী সাধারণত দেখতে সুন্দর হয় এবং পোশাক-পরিচ্ছদে রুচি ও শালীনতা বজায় রাখে। অতিরিক্ত ভোজন প্রিয় হওয়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা মোটা হয়ে যায়। গলা আপনার সবচেয়ে দুর্বল স্থান। ঠাণ্ডা ও সর্দি আপনাকে সহজেই কাবু করে ফেলতে পারে। তাই এর যত্ন নিন। দুশ্চিন্তাগ্রস্ত হলে আপনি সহজেই অসুস্থ হয়ে পড়েন। উচ্চ রক্তচাপ, জননেন্দ্রিয়ের রোগে আক্রান্ত হতে পারেন।
নেতিবাচক বৈশিষ্ট্য : দোষগুণ নিয়েই মানুষ। দোষগুলো আপনি কতটা কমিয়ে আনতে পারলেন বা নিয়ন্ত্রণে রাখতে পারলেন এর ওপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল বৃষ হন, তবে আপনার মধ্যে একগুঁয়ে স্বভাব দেখা যাবে, কোনো যুক্তিই মানতে চাইবেন না।