Skip to content

বৃশ্চিক রাশি (Character of Zodiac Scorpio)

বৃশ্চিকরাশি (Scorpio)

বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হতে হলে অবশ্যই আপনাকে অক্টোবর মাসের ২১ তারিখ থেকে নভেম্বর মাসের ২০ তারিখ অথবা বাংলা কার্তিক মাসের ৬ তারিখ থেকে অগ্রহায়ন এর মধ্যে জন্ম গ্রহন করতে হবে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক, শাসকগ্রহ মঙ্গল। এ রাশির জাতক-জাতিকারা কাজপাগল, ইচ্ছাশক্তি প্রবল, প্রয়োজনে বিদ্যুৎগতিতে সিদ্ধান্ত নিতে পারে। অন্যের দোষ ধরতে পারদর্শী, পান থেকে চুন খসলে তিক্ত কথা শুনিয়ে দিতে পশ্চাৎপদ হয় না। এরা স্বাধীনপ্রিয় ও দূরদর্শী, বহু আগে থেকেই পরিকল্পনা করে একটু একটু করে লক্ষ্যে পৌঁছায়। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা দীর্ঘদিন মনের মধ্যে পুষে রাখতে পারে।

শুভ রং লাল

শুভ সংখাঃ ৩

অধিপতি গ্রহঃ মঙ্গল

উপকারী রত্ন পাথরঃ রক্ত প্রবাল

এই রাশির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু অতীব গুরুত্বের সাথে নেওয়া। মঙ্গল গ্রহের সাথে বৃশ্চিকরাশির সম্পর্ক থাকায় এই রাশির জাতক-জাতিকারা বিপরীত চরিত্রের অধিকারী। তাই একজন অনেক দয়ালু হলে আরেকজন খুনি হতে পারে। হ্যাঁ, তাঁরা এক্ষেত্রে ভিন্নমত পোষণ করতে পারে। তাই শৈশবকাল থেকে তাঁদের সাথে সাবধানে আচরণ করতে হবে যদিও তাঁদের শিক্ষা বেশ সহজ মনে হতে পারে।

তাঁদের প্রবল ইচ্ছাশক্তি রয়েছে যা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা জানে তাঁরা কি চায় এবং তাঁরা তাঁদের আচরণ সম্পর্কে বেশ নিশ্চিত। তাঁরা দ্রুত ও আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত গ্রহন করতে পারে এবং পাশাপাশি, তাঁরা খুব অধ্যবসায়ী। তাঁদের দেখে শান্ত মনে হয়, কিন্তু ভেতরে তাঁরা প্রচন্দ আবেগ লুকিয়ে রাখে। তাঁরা বেশ সাহসী, অধ্যবসায়ী, এবং তাঁরা কুশলী আচরনের চেষ্টা করে।

তাঁদের দোষের মধ্যে একটি হচ্ছে প্রতিশোধপরায়নতা, না ভোলার স্বভাব। তাঁরা একটি নিষ্ঠুর কাজ করার জন্য উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে পারেন। তাঁরা কখনো কখনো খুব আবেগহীন হয়ে যেতে পারে। আমরা আলস্য, গর্ব এবং ঈর্ষা করার প্রবণতা দেখতে পাই। তাঁদের প্রেম কামভিত্তিক।

বৃশ্চিক রাশির লোক সর্বোপরি খুবই সহানুভূতিশীল এবং বুঝদার। পেশায় তাঁরা সাধারনত বিজ্ঞানী, ডাক্তার, লেখক অথবা শিল্পী।