আপনি যখন মার্কেট থেকে কোন রত্ন পাথর ক্রয় করতে যাবেন তখন একদিকে যেমন আসল পাথর পাবেন, ঠিক তার পাশাপাশি পাবেন নকল পাথরও। এক জন সাধারন মানুষের পক্ষে আসল নকল চিনে পাথর কেনা সম্ভব নয়। কারন আসল এবং নকল পাথরের সাথে বছরের পর বছর সময় না কাটালে আপনি আমি কেওই চিনতে পারবোনা। ফিরোজা ক্রয় করতে চাইছেন, কিন্তু মনে প্রশ্ন রয়েছে আসল পাবেন তো, অথবা নকল পাথরের ক্ষেত্রে ভাবছেন, নকল ফিরোজা পাথর তৈরি হয় কিভাবে? এই ভিডিওটা দেখে নিতে পারেন, এখানে পাচ্ছেন মার্কেটে থাকা নকল এক প্রকারের ফিরোজা পাথরের তৈরির ভিডিও। ভিডিওটি দেখতে নিচের লিংকটিতে ভিজিট করুণ।