Skip to content

মীন রাশি (Character of Zodiac Pisces)

মীনরাশি (Pisces)

ইংরেজি মাস ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ তারিখ অথবা বাংলা মাস ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭ তারিখের মধ্যে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের মীন রাশি। রাশি বলয়ের সর্বশেষ রাশি মীন, গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা তীব্র কৌতূহলী এবং জীবনকে দেখে বিশেষ দৃষ্টিকোণ থেকে। সহানুভূতি ও ক্ষমা এদের বিশেষ গুণ। প্রেম ও ধর্মের প্রতি বিশেষ আগ্রহ থাকে। মানুষের মন ও চিন্তাকে সঠিকভাবে বুঝতে পারে।

শুভ রং নীলা

শুভ সংখ্যাঃ ৪

অধিপতি গ্রহঃ বৃহস্পতি

উপকারী রত্ন পাথরঃ Yellow Sapphire (পোখরাজ পাথর)

রাশিচক্রে এই সাইন জুপিটার এবং নেপচুন গ্রহের সাথে সম্পর্কযুক্ত। এই সাইনের অধীনে জন্মগ্রহণ করা মানুষ, প্রায়ই দ্বিধান্বিত এবং শৈশব থেকে তাঁদের ধারাবাহিকভাবে যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা বন্ধুভাবাপন্ন, অত্যন্ত সংবেদনশীল এবং উদার। তাঁরা উচ্চাভিলাষী এবং ন্যায় বিচারের উন্নত ধারনা আছে। তাঁরা খুব কল্পনাপ্রবণ এবং বেশীরভাগ সময় কল্পনার রাজ্যে বসবাস করে। তাঁরা সব কিছুতেই অতি আগ্রহী যা কখনো কখনো অন্য মানুষকে বিরক্ত করতে পারে। তাঁরা অত্যন্ত কর্মচঞ্চল যাতে অন্যরা তাঁদের নার্ভাস বা অমনোযোগী বলে ভূল বুঝতে পারে।

তাঁদের ত্রুটিগুলোর একটি হচ্ছে সমঝোতার অভাব ও সাময়িক বিষণ্ণতা। কখনো কখনো তাঁরা দোটানায় ভুগে থাকেন যা পরবর্তীতে তাঁদের ব্যর্থতার কারন হতে পারে। তাঁরা তাঁদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না, এবং যখন কোন ফলাফল তাঁদের বিরুদ্ধে আসে, তখন তাঁরা অস্থির হয়ে যান। তাঁরা সাধারণত সন্দিহান থাকেন এবং তাঁরা কোন ফলাফল নিয়ে সন্তুষ্ট হন না। বহুমুখীটা মাঝেমধ্যে তাঁদের পরাজয়ের কারণ কেননা তাঁরা যা চান তা তাঁদের পক্ষে করা সম্ভব না, ফলে তাঁরা হীনমন্যতায় ভোগেন। এই ধরনের মানুষ সাধারনত ভুল বোঝাবুঝির শিকার হন এবং অন্যের প্রশংশা পাননা।

বন্ধুত্ব তাঁদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তাঁরা তাঁদের বন্ধুর জন্য জীবনও উৎসর্গ করতে পারেন। যদি সম্ভব হত তবে তাঁরা তাঁদের বন্ধুদের সব সমস্যার সমাধান করে তাঁদেরকে সকল যন্ত্রণা লাঘব করে দিতো। তাঁদের বন্ধুদের সমস্যা তাঁদের নিজেদের মাথা ব্যাথায় পরিনত হয়। বৈবাহিক জীবনে তাঁরা সন্তুষ্ট নয় এবং বিশ্বস্ত নয়।

তাঁরা বিশ্বস্ত এবং ভালো কর্মচারী যদি তাঁদেরকে বুঝতে পারা যায় এবং উৎসাহ দেওয়া যায়। তাঁদের সম্পূর্ণ নিরাপদ কর্মসংস্থানের প্রয়োজন। এরা সুন্দর এবং আকর্ষণীয় জিনিস পছন্দ করে এবং শিল্পকলায় ভালো হয়।