Skip to content

“রত্ন পাথর শোধন করে ব্যবহার করা” কথাটি কতটা সঠিক?

আপনি হয়তো কারো কাছে গিয়েছেন ভাগ্য গণনা করার জন্য অথবা বিপদ থেকে বেঁচে থেকে কিভাবে জীবনে উন্নতি করা যায় তার পরামর্শ স্বরূপ কোন রাশিরত্ন পাথর ব্যবহার করা যায় তার জন্য। আপনি কোন রত্ন পাথরটি ব্যবহার করবেন তার পরামর্শ পেলেন। রত্ন পাথরের পরামর্শের সাথে একটি বিষয় জুড়ে দেওয়া হল। পাথরটি ব্যবহারের পূর্বে অবশ্যই শোধন করিয়ে নিতে হবে। তা না হলে রত্ন পাথর ব্যবহার করে কোন উপকার হবে না এমনকি ভালোর বদলে ক্ষতিও হয়ে যেতে পারে। টাকা খরচ করে পরামর্শ নিলেন, পাথর ক্রয় করলেন। এখন বুঝি শোধনের কারনে সবই বৃথা হয়ে যাবে! তাই বাধ্য হয়েই আপনি পরামর্শদাতা জ্যোতিষের কাছ থেকে পাথরটি শোধন করিয়ে নিলেন।

আমাদের কাছে আশা অনেক ক্লায়েন্ট রাশি রত্ন পাথর শোধন নিয়ে প্রশ্ন করেন। তখন আমরা উল্টো প্রশ্ন করি যে, যদি শোধন না করে রত্ন পাথর ব্যবহার করলে কোন কাজে আসে না, তাহলে পাথরের থেকে নিশ্চয়ই শোধনের ক্ষমতা বেশী। তাই টাকা খরচ করে রত্ন পাথর ক্রয় না করে আপনাকে আমাকে শোধন করে দিলেই তো কাজ হয়ে যাবার কথা। মিছে মিছে টাকা খরচ করে পাথর কেনার দরকার কি?

ধরুন একজন ভাগ্য গণনা করে এক ব্যক্তিকে একটি পাথর ব্যবহারের পরামর্শ দিলেন, সেই পাথরও তিনি সরবরাহ করলেন এবং শোধন করে দিলেন। তাহলে নিশ্চয়ই সে ব্যক্তির উদ্দেশ্য হাসিল হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা আপদ বিপদ সব কেটে যাবে এবং জীবনে উন্নতি হবে। এত সব করার পরেও কিন্তু কেও লিখিত গ্যারান্টি দিতে পারবেন না যে সকল উদ্দেশ্যে হাসিল হবেই। প্রকৃত পক্ষে মানুষ একটু ভালো থাকার আশায় এবং বিপদ থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে বিভিন্ন জনের কাছে পরামর্শের জন্য যেয়ে থাকেন। তখন তাকে পাথর ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এবং বলে দেন পাথর ব্যবহার করার আগে শোধন করিয়ে নিতে হবে, না করলে পাথর কাজ করবেনা অথবা ক্ষতি করবে। এমন পরিস্থিতে ব্যক্তি উপকার পাওয়ার আশায় পাথর শোধন করিয়ে নেন এবং শোধন করা পাথর পাবেন এ আসায় আর সাহস করেন না অন্য কারো কাছ থেকে পাথর কেনার, যদি অন্যর কাছ থেকে কেনা পাথর কাজ না করে এই ভয়ে। ফলশ্রুতিতে সেই ব্যাক্তি পাথরটি কেনেন গণনাকারীর কাছ থেকে। শোধন, পাথরে ক্ষতি করা, উপকার না পাওয়া এ সবের পেছনে উদ্দেশ্য একটিই, পাথরটি তিনি বিক্রি করবেন। এমন অনেক কে পেয়েছি যিনি হাতের আংটিটি পর্যন্ত খুলেন না। কারন পাথর বিক্রেতা তাকে বলে দিয়েছেন যে আঙ্গুল থেকে আংটি খুলে অন্য কারো হাতে দিলে শোধন নষ্ট হয়ে যাবে। এ ভয়ে আর আংটি আঙ্গুল থেকে খোলা হয় না আর জানাও হয়না যে তার হাতের রত্ন পাথরটি একটি নকল পাথর ছাড়া আর কিছু না। অনেকেই হয়তো জানেন না যে শোধনের আবার কোন নির্দিষ্ট নিয়ম নেই। একেক জন একেক নিয়মে এটা করে থাকেন। কেও কেও আবার গরুর প্রস্রাব সহ নানান অপবিত্র জিনস দিয়ে এ শোধনের কাজ করে থাকেন।

রাশি রত্ন পাথর ব্যবহার করলেই আপনি আমি উপকার পাবো এমন কথা বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছু নয়। কারন আল্লাহ্‌ ছাড়া আর কেও বলতে পারেন না কে পাথর ব্যবহার করলে তার উপকার পাবেন। যদি শোধন করা পাথর হাতে দিলেই কাজ হয়ে যেত তাহলে তো পৃথিবীতে কারোই কোন সমস্যা থাকতো না। আর মানুষ আল্লাহ্‌কে না ডেকে রত্ন পাথরের উপর নির্ভরশীল হয়ে যেত। মানুষ অসুস্থ হলে যেমন ওষুধ গ্রহন করবে, ঠিক তেমনি শরীর ও মনকে সুস্থ রাখতে মানুষ রত্ন পাথর ব্যবহার করবে এটাই স্বাভাবিক। শরীর মন সুস্থ থাকা মানে কাজের গতি বেড়ে যাওয়া আর জীবনে উন্নতি ত্বরান্বিত হওয়া। এ দুই ক্ষেত্রেই আল্লাহ্‌র কাছে সাহায্য চাইতে হবে। অন্যথায় সম্পূর্ণ বিষয়টা গুনাহর পর্যায় চলে যাবে। রত্ন পাথরের মধ্যে কোন অলৌকিক গুণ লুকানো নেই। সবই আল্লাহ্‌র ইচ্ছা। তাই শতশত বছর ধরে মানুষ রত্ন পাথর ব্যবহার করছে, এর মধ্যে কেও উপকার পান আবার অনেকেই কোন উপকার পান না।

পাথর শোধন করে ব্যবহার করা কথাটির সৃষ্টি হয়েছে ক্লায়েন্টকে শোধনের কথা বলে তার কাছে একটি রত্ন পাথর বিক্রি করা এবং অনেক ক্ষেত্রে যাতে নকল পাথর অন্য কেও দেখে বলে দিতে না পারে সেটার জন্য আঙ্গুল থেকে খুলতে মানা করার জন্য। রত্ন পাথর শোধন নয়, ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যাতে পাথরটি আসল পাথর হয়, আর আল্লাহ্‌র কাছে সাহায্য চেয়ে বিসমিল্লাহ্‌ বলে ব্যবহার করার উপর আর কিছু হতে পারেনা।

আমাদের প্রতিষ্ঠান কারো বিপক্ষে নয়। আমরা চাই মানুষ সঠিক তথ্য জানুক। কষ্টের টাকা খরচ করে আসল রত্ন পাথর ক্রয় করুক। বাংলাদেশে এমন অনেক নামকরা জ্যোতিষ রয়েছেন যারা শিক্ষিত এবং ক্লায়েন্টের আস্থাভাজন। তারা যেমন একদিকে আসল এবং কোয়ালিটি সম্পন্ন রত্ন পাথর বিক্রি করেন অন্যদিকে সঠিক তথ্য সরবরাহ করে থাকেন। রত্ন পাথর নিয়ে মিথ্যা দূর হয়ে গেলে এ ব্যবসায়ের যেমন প্রসার হবে তেমনি সুনাম বেড়ে যাবে বহু গুণ। সব থেকে বেশী উপকার পাবে যারা রত্ন পাথর ব্যবহার করেন। আর আমাদের প্রতিষ্ঠান “Rashi Ratno (রাশিরত্ন)” বাংলাদেশের একমাত্র রত্ন পাথরের ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখান থেকে আপনি সারা জীবনে নকল প্রমাণে সম্পূর্ণ মূল্য ফেরতের লিখিত গ্যারান্টি সহ রত্ন পাথর ক্রয় করতে পারবেন। ফলে নকল রত্ন পাথর বা মিথ্যা বলে পাথর বিক্রির কোন সুযোগ আমাদের থাকে না।

রাশি রত্ন পাথর সম্পর্কিত যে কোন প্রকার তথ্য জানতে ভিজিট করুনঃ Details of Astrology (জ্যোতিষ শাস্ত্র বিবিধ)