তুলারাশি (Libra)
তুলা রাশির জাতক জাতিকারা ইংরেজি সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে অক্টোবর ২০ অথবা বাংলা মাসের আশ্বিন ৬ থেকে কার্তিক ৫ তারিখের মধ্যে জন্ম গ্রহন করেছে তাদের সকলের তুলা রাশি (Libra) এ রাশির জাতক-জাতিকার বিচার-বিশ্লেষণ ও লোকচরিত্র বোঝার ক্ষমতা প্রবল। এরা ভারসাম্যপূর্ণ, সুহূদয় ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। জাতকের আনন্দের নেশা ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ প্রবল। ভোগবিলাসে এদের সুরুচির প্রকাশ ঘটে থাকে। ন্যায়সঙ্গত মতপ্রকাশে পশ্চাৎপদ হয় না।
শুভ রং হলুদ
শুভ সংখ্যা ৯
অদিপতি গ্রহঃ বুধ
শুভ রত্ন পাথরঃ Emerald Stone (রত্ন পাথর পান্না)
তুলারাশির জাতক-জাতিকারা শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত যা তাঁদের দৃঢ়চেতা মানসিকতার কারন। তাঁরা বুদ্ধিজীবী মানুষ যারা অভিজ্ঞতা অর্জন করতে চায়। তাঁরা জীবনটা উপভোগ করে এবং তাঁরা সুন্দর জিনিস দেখে উৎফুল্ল হয়ে পড়ে। তাঁদের শৈল্পিক মেধা রয়েছে এবং তাঁরা সাধারনত শিল্পকলা পছন্দ করে। তাঁরা রত্ন, মার্জিত কাপড়, সব ধরনের আমোদ-ফুর্তি, গান-বাজনা, নৃত্যকলা, এবং অর্থ ভালোবাসে যা তাঁদের চাওয়া পাওয়া পূরণ করে। সততা ও দায়িত্বশীলতা তাঁদের বৈশিষ্ট্য। তাঁরা সাধারনত, সহানুভূতিশীল, বিশ্বপ্রেমিক ও বন্ধুভাবাপন্ন। তাঁদের কিছু সপ্ন আছে এবং তাঁরা সেই অনুযায়ী বেঁচে থাকতে চায়। তুলারাশির জাতক-জাতিকারা উচ্চাভিলাষী, এবং কিছুটা অহংকারী যাতে সহজেই মানুষ বিক্ষুব্দ হতে পারে।
তুলারাশির দোষের মধ্যে রয়েছে তাঁদের অতিরিক্ত সংবেদনশীলতা, ধৈর্যহীনতা, এবং নিশ্চিন্ত স্বভাব যা অর্থের অপচয় ঘটাতে পারে। তাঁরা সবসময় যুক্তির চাইতে আবেগকে বেশী গুরুত্ব দেয়।
সম্পর্কের ক্ষেত্রে, তাঁদের উদারতার কারনে তাঁরা খুব সহজে নতুন বন্ধু পেয়ে যায়। তাঁরা ঝামেলা এড়াতে পারে না তাই তাঁদের এমন সঙ্গী প্রয়োজন যে তাঁর পাশে থাকবে। বিবাহ ও সমাজ তাঁদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু, মাঝেমধ্যে, তাঁর সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।
তুলারাশির লোকেরা সব ধরনের কাজের জন্য ভালো যেখানে তাঁরা মানুষের সাথে কাজ করতে পারবে। তাই তাঁদের জন্য আদর্শ পেশা হবে শিল্পকলা বা ব্যাবসা। কর্মজীবনে ব্যর্থতার কারন হতে পারে উদাসীনতা এবং অন্যের অধীনে কাজ করার প্রবণতা।